হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় অভিযান, নগদ টাকা জরিমানা ও ভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সূত্রে জানাগেছে, উপজেলার মহৎপুর গ্রামের মৃত হারাণচন্দ্র পাল এর ছেলে নিরঞ্জন কুমার পাল দীর্ঘদিন যাবৎ কাঠদিয়ে ইট পুড়িয়ে ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০২ জুন) বিকালে ভ্রাম্যমান আদালত
পরিচালনা করেন উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমান আদালতের সুযোগ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী। এসময়ে তিনি নিরঞ্জন কুমার পালকে অবৈধভাবে ইটের ব্যবসা করার অভিযোগে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন এবং গ্রাম্য মেটো ইটের ভাটাটি বন্ধ করে দেন।