সবসময় ইতিবাচক চিন্তা করা উচিত । ইতিবাচক চিন্তাভাবনা জীবনকে সহজ করে দেয়। জীবনে জটিলতা সৃষ্টি হয় না।নিজের স্বপ্ন পূরণে লক্ষ্য রাখতে হবে,তবে আমাদের দ্বারা কারো যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।আমি কবির নেওয়াজ রাজ মনে করি, আশেপাশের লোক আমাকে বা আপনাকে উৎসাহ দেবে না।তাতেওকোন সমস্যা নেই।তবে নিজেকে নিজে মোটিভেট করতে হবে।নিজেকে মোটিভেট করা যে কতটা কার্যকর!সেটা বুঝানো যাবে না। নিজেকে মোটিভেট করা, নিজেকে ভালোবাসা, নিজেকে স্বচেষ্ট রাখতে পারলেই স্বপ্নের কাছে পৌছানো সম্ভব । যে উত্তম পন্থায় চেষ্টা করে, আল্লাহ তায়ালা তাকে সফল হতে সাহায্য করেন।আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে- আশা করা উচিত নিজের কাছে। অন্যের কাছে নয়। অন্যের কাছে আমরা যা আশা করি, তা প্রত্যাশা ।প্রত্যাশা যত বেশি হবে, কষ্ট পাবার সম্ভাবনাও তত বেশি। প্রত্যাশা কম, কষ্টও কম।এ জন্যই বলা হয়েছে, “প্রত্যাশাহীন জীবন স্বর্গের মতন।মানব জীবনের আশা কখনও শেষ হয়? না, শেষ হয় না। আশাহীন জীবন মরুভূমির মত। বরং কোনো কারণে কোনো একটা আশা সত্যি না হলে, পূরণ না হলে আমরা হয়ত কিছুদিন ভেঙ্গে পড়ি, হতাশায় ভুগি। হতাশা কাটিয়ে উঠি কিন্তু আশা করা ছেড়ে দিই না।আমরা আবারও আরেকটি স্বপ্ন দেখতে শুরু করি..।স্বপ্নকে সত্যি করতে চাইলে স্বপ্ন পূরণে যত্নবান হতে হবে। নিজের যোগ্যতা,সামর্থ্য ও পারিপার্শ্বিকতার সঙ্গে সমন্বয় রাখতে পারলে ইতিবাচক স্বপ্ন পূরণ করা সম্ভব।
লেখকঃ কবির নেওয়াজ রাজ
এমএমএস”রাষ্ট্রবিজ্ঞান,সিসি”জার্নালিজম,এলএলবি।