সুহৃদ, জানো কি কেউ একজন রোজ
তোমার প্রোফাইল আঙিনায় ঘুরে বেড়ায়?
কোনও কারণ ছাড়াই,
তোমার প্রোফাইল ছবি, ব্যাকগ্রাউন্ড ছবি
খুঁটিয়ে খুঁটিয়ে দেখে,
বার বার দেখে
কেনও দেখে সে নিজেও জানে না।
সুহৃদ, তোমার অজান্তেই,
তার শত কাজের মাঝে কিংবা
চলতি পথে তোমার প্রোফাইলে ঢুঁ মারা
তার ভীষণ বদভ্যাসে পরিণত হয়েছে
কেনও হয়েছে সে নিজেও জানে না।
সুহৃদ, বারংবার তোমার পোষ্টগুলো
দেখতে তার ক্লান্তি নেই,
স্ক্রল ডাউন করতে করতে
তার আগ্রহের শেষ নেই,
কেন নেই, সে নিজেও জানে না।
সুহৃদ, তোমার পোষ্টে কারও
লাভ রিএ্যাক্ট, তার ভীষণ অপছন্দ
কারও সুগন্ধি কমেন্টে তার
গা জ্বলে যায়,
কেন জ্বলে, সে নিজেও জানে না।
সুহৃদ, এই মেকি পঙ্গপালের ঝাঁক থেকে
সে তোমাকেই বেছে নিয়েছে,
কেন নিয়েছে, সে নিজেও জানে না।
সুহৃদ, তোমার উপস্থিতি জানান দেয়া
সবুজ বাতিটার না জ্বলা, গ্রাস করে
তার পৃথিবীকে অথৈ অাঁধারে
কেন এমন করে, সে নিজেও জানে না।
আর তখন আপন মনেই সে নিজের সাথে
কথা বলে, ফিস ফিস করে জানিয়ে দেয়,
“সুহৃদ তোমায় মিস করছি নিদারুণ ভাবে”
লেখকঃ হাসান হাফিজুর রহমান।