আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫ টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ২৯ জন প্রতিদন্ধী প্রার্থীদের মাঝে আজ সোমবার প্রতিক বরাদ্দ দেয়া হচ্ছে। এ জেলার ৫টি সংসদীয় আসনে মুল প্রতিদন্ধীতায় রয়েছেন ২৯ জন প্রার্থী।
জেলার ৫ টি সংসদীয় আসন থেকে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নির্বাচনী প্রতিদন্ধীতা থেকে সরে দাঁড়িয়েছেন। রবিবার এই ৪ জন প্রার্থী তাদের নিজ- নিজ মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। সুনামগঞ্জের ৫ টি সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন,তারা হলেন সুনামগঞ্জ -১ আসনে বিকল্প ধারার প্রার্থী মোঃ রফিকুল ইসলাম চৌধুরী,সুনামগঞ্জ-৩ আসনে জাকের পার্টির মোঃ নজরুল ইসলাম, সুনামগঞ্জ -৪ আসনে জাতীয় সমাজ তান্ত্রিক দলের প্রার্থী আবু তাহের মোঃ রুহুল আমিন এবং সুনামগঞ্জ -৫ আসনে জাকের পার্টির মোঃ ইয়াকুব আলী। সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ রাশেদ ইকবাল চৌধুরী ৪ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় আজ সোমবার ২৯ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে।