হাজারীবাগের মোড় থেকে রিকশাটা ঘুরতেই শিউলি অবাক হয়ে দেখল পলেস্তারা খসে পড়া হলুদ রঙের বাড়িটির জানালা দিয়ে ছয়-সাত বছরের একটা ছেলে তাকে ডাকছে। সে আরো বিস্মিত হলো, এ তো তার ছোটবেলার বন্ধু অনু। সে উনিশ বছর আগে হারিয়ে গিয়েছিল। তখন তার বয়স ছিল ছয় বছর। সে আর কোনোদিন ফিরে আসেনি। শিউলি রিকশাটা থামাতে বলল। তার সঙ্গে থাকা ছয় বছরের ছেলে রায়হান রাফি আর স্বামী নাজমুল একটু অবাক হয়ে গেল।
– মা, এই রাস্তার মোড়ে কেন রিকশাটা থামালে? দেখো না আকাশ কেমন কালো হয়ে গেছে। এখনই মুষলধারে বৃষ্টি নামবে।
– আহা! তুমি দেখতে পাচ্ছ না? ঐ জানালা দিয়ে একটা ছোট ছেলে আমাকে ডাকছে?
– কোথায় ছেলে মা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।
এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। জলের ফোঁটা পড়ছে। বাতাস বইছে। বাতাসের তোড়ে রিকশাটা উলটে যাবার অবস্থা।
– মা আর নয়, এবার চলো। তুমি নামছো কেন?
“ঐ ডাক” এখন অর্ডার করুন Jolpore.com
#অর্ডার #bagladesh #books #poem
@followers 01747-695765 New books