রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকার মুদি দোকানি সুমন মিয়া। প্রতিদিনের মতো গত মঙ্গলবারও দোকান খুলে বসেছিলেন তিনি। ঠিক তখনই দোকানে আসেন তিনজন হিজড়া। দাবি করেন চাঁদা। ৫০ টাকা দেওয়া হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি তারা। তবে সুমন মিয়া এর বেশি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান হিজড়ারা। দোকান থেকে টেনেহিঁচড়ে বেধড়ক মারধর করা হয় তাকে। কালবেলার হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় মারধরের সেই দৃশ্য।
ভিডিও দেখার পর এক সাংবাদিক যান ঘটনাস্থলে এবং কথা বলেন ভুক্তভোগী মুদি দোকানি সুমন মিয়ার সঙ্গে। আলাপচারিতায় সুমন মিয়া মানুষের কল্যাণে প্রতিদিন কে বলেন, প্রতি সপ্তাহেই তারা চাঁদা নিতে আসে এবং ২০ টাকা করে নেয়। তবে এবার এসে ৪০০ টাকা চাঁদা দাবি করেন তারা। যা দেওয়া আমার জন্য কষ্টসাধ্য। আমি প্রথমে ২০ টাকা এবং পরে ৫০ টাকা দেই। কিন্তু এতে তারা ক্ষিপ্ত হয় এবং একপর্যায়ে আমার ওপর হামলা করে।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে বাড়ছে হিজড়াদের এ ধরনের চাঁদাবাজির ঘটনা। রেহাই পাচ্ছেন না দোকানমালিক থেকে পথচারী, কেউ-ই। বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোয় তাদের বেপরোয়া চাঁদাবাজি ও উৎপাতে অতিষ্ঠ দোকান মালিকসহ সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে কালবেলা টিম মাঠে নামলে বের হয়ে আসে হিজড়াদের নানা অপকর্মের ফিরিস্তি।