সুজন ঘোষ,দেবহাটা প্রতিনিধি: রাতের আধারে ঘেরা বেড়া দিয়ে দেবহাটার পারুলিয়া সাপমারা খালের পাড় দখলে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। শুক্রবার (১৫ মার্চ) রাতে পারুলিয়া মায়াজাল শপিং কমপ্লেক্স সংলগ্ন খালের পাড়ে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, সখিপুর বাজার ও পারুলিয়া সংযোগ ব্রিজের উত্তর পাশের খালের পাড়ের জমিতে বেড়া দিয়ে দখলে নিতে। সবাই যখন তারাবি নামাজে ব্যাস্ত ঠিক সেই সময় একদল প্রভাবশালী বাঁশের তৈরী বেড়া দিয়ে দেয় ওই স্থানটিতে। খালের পাড়ের সরকারি জমিতে বেড়া দিয়ে জবরদখল করে নিয়েছে তারা। যা রীতিমত ফ্লিমের কাহিনীর মত।
উল্লেখ্য যে, এই সাপমারা খালটি কয়েক বছর আগে ১৯ কোটি টাকা ব্যায়ে খনন করা হয়। সে সময় খালের পাড়ে অসংখ্য স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। তৎকালিন সময় সরকারি খালের পাড়ের দখলদারদের উচ্ছেদে রীতিমত হিমশিম খেতে হয় প্রশাসনকে। আবারও ফ্লিম স্টাইলে খালের পাড় দখল করে স্থাপনা করার চেষ্টা করছে একটি প্রভাবশালী চক্র। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয়রা।