নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর প্রতিনিধিঃ নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে ও সংশোধনের দাবিতে পিরোজপুর থেকে সবরুটের বাস চলাচল বন্ধ ঘোষনা করেছে বাস ও মিনিবাসের শ্রমিকরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পরিবহন শ্রমিক নেতারা বলছেন, সরকারের বিভিন্ন দফতরে বারবার অনুরোধ সত্ত্বেও আইনটি সংশোধন ছাড়াই বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ কারণে পিরোজপুরের সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পিরোজপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে।
পিরোজপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেন, নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রতিবাদে শ্রমিকরা বাস চালাচ্ছেন না। তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। তিনি আরও বলেন, কোনো কারণে দুর্ঘটনায় কেউ মারা গেলে নতুন আইনে চালকদের মৃত্যুদন্ড এবং আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। আমাদের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই এবং বাস চালিয়ে আমরা জেলখানায় যেতে চাই না। এ কারণেই নতুন পরিবহন আইন সংস্কারের দাবি করছে শ্রমিকরা।
পিরোজপুর জেলা বাস,মিনিবাস,কোচ মালিক সমিতির আহবায়ক রতন ঠাকুর বলেন, নতুন সড়ক আইনে ফাঁসি ও যাবজ্জীবন দন্ডের ভয়ে শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ করে দিয়েছে। এখানে মালিকদের কিছু করার নেই। অন্যদিকে চলাচলের মাধ্যম হিসেবে যাত্রীরা বেছে নিচ্ছে ইজিবাইক,অটোরিক্সা ও ভাড়ায় চালিত মটর সাইকেল। দূরের যাত্রীরা ভিড় করছে বিআরটিসির কাউন্টার গুলোতে।