হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের সোনারবাংলা ক্লাব মোড় এলাকায় ঘটেছে।
স্থানীয় প্রত্যাক্ষদর্শী সুত্রে জানাগেছে, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী শিমুল হোসেন (১৭) এর সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে ঠেকরা গ্রামের ফজলুর রহমান গাজীর পুত্র বাদশা গাজীর বিরোধ চলে আসছিল বেশ কয়েকদিন যাবৎ। শিমুল শনিবার সন্ধ্যায় পাওনা টাকা চাইলে বাদশা ঠেকরা মোড়ে আসতে বলে। বাদশার কথামত শিমুল উক্ত মোড়ে আসলে তাকে সময় ক্ষেপন করতে করতে ঠেকরার মাদ্রাসা সংলগ্নে যাইতে বলে। তার কথায় বিশ্বাস করে শিমুল ঐস্থানে পৌছাইলে বাদশা অতর্কিত ভাবে ধারালো ছুরি দিয়ে শিমুলকে দুইবার আঘাত করে। এসময় বাদশার সহযোগীতায় ছিল গোবিন্দপুর গ্রামের সাহেব আলীর পুত্র রুহুল কুদ্দুস(১৮), ও ঠেকরা গ্রামের মোজাহার মোল্লার পুত্র মোজাম্মেল হোসেন (১৯)। এরা তিন জন মিলে গলায় মামলাট পেঁচিয়ে ফেলে ছুরি মেরে পালিয়ে যায়। এসময় শিমুলকে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় ইব্রাহিম হোসেন ও শহিদুল ইসলাম নামে ২ জন তাকে উদ্ধার করে কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের ১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছে। মারাত্মক যখম শিমুল হোসেনের পিতা রওশান আলী বাদী হয়ে থানায় তিনজনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেছে বলে জানাগেছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগ পেয়েছি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। তবে যতটুকু জেনেছি তারা সবাই সহপাটি, ধারকরা ২শ টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।