বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৪:১৬ অপরাহ্ন
আ.ন.ম. আবুজর গিফারী, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা অদ্য ১৩ ফেব্রুয়ারি, ২০২০ খ্রি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী গ্রামে ভারত ফেরত যুবকের করোনা ভাইরাস সংক্রান্ত গুজব ও তার মায়ের আকস্মিক মৃত্যু সংক্রান্ত বিষয়টি সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ কে আশ্বস্থ্য করেন যে, উক্ত ভারত ফেরত যুবক রতন এর সাথে করোনা ভাইরাসের কোন সম্পর্ক নেই। গুজবে কান না দিয়ে গ্রামবাসীদের কে তার ও তার পরিবারের পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের পক্ষে শোক সন্তপ্ত পরিবারের মাঝে ১০ হাজার টাকা প্রদান করা হয় এবং গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।