মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে হঠাৎ ফাঁকা আরাভ জুয়েলার্স, কাজ শুরু করেছে বাংলাদেশ-ভারত-দুবাই
রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে NDC-2020 এর Internal Study Tour (IST)-1 অনুষ্ঠিত

রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে NDC-2020 এর Internal Study Tour (IST)-1 অনুষ্ঠিত

লিয়াকত হোসেন, রাজশাহীঃ ০২ মার্চ ২০২০ তারিখ, সকাল ১০:৩০ টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে National Defence Course-2020 এর Internal Study Tour (IST)-1 এর `Briefing & Discussion on Rajshahi Range, Bangladesh Police’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)। তিনি শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে মুজিবর্ষের শুভেচ্ছা জানান এবং রাজশাহী রেঞ্জ পুলিশ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে Faculty Member এবং Course Member সহ ২৩ জনের দেশি-বিদেশি Deligation Team উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রাজশাহী এবং পুলিশ সুপার, রাজশাহীসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com