বসন্তেও তার বসন্ত এলো না
পলাশের অপেক্ষায় ফাগুণ পেরিয়ে গেলো
ফাগুণ আগুণ হলো না
চৈত্রটাও সর্বনাশাও হলো না,
শত প্রতীক্ষার বৈশাখী ঝড় সবকিছু এলেমেলো করে গেলো না
জৈষ্ঠ্যর দাব অন্তর পুড়িয়ে গেলো না
আষাঢ়ে অঝোরে বৃষ্টিও নামলো না
বাদলও দিনে কদমেরও দেখা মিললো না
শ্রাবণ ধারা ভিজিয়ে দিয়েও গেলো না
শরতের সাদা মেঘ গুলো ছোঁয়াও হলো না
দূর হতে বাঁশীর সুরটাও কানে এলো না
মাঠের বাতাসে দু’বাহু মেলে দাঁড়ানোও হলো না
মুঠোভরে শাপলা গুচ্ছ ছেড়াও হলো না
কাশ ফুলগুলো চিবুক ছুঁয়েও গেলো না
পৌষের কুয়াশার মতো আবছা হয়েই রইলো
সে.. মাঘের কাঁপন ধরলো না…
কোনও এক ‘না’ এর নগরে নিবাস তার,
সে নগরে বসন্তও ফিরে এলো না…..
শুভাচ্ছান্তেঃ Hasan Hafizur Rahman