মৌলভীবাজারের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন “শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা” এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে হবিগঞ্জ রোড শাদি মহল কমিউনিটি সেন্টারে নিম্ন বর্ণিত ৫টি পদক্ষেপসমূহ গ্রহণ করা হয়। ফ্রী চক্ষু চিকিৎসা-চোখের ছানি অপারেশন ক্যাম্প, ফ্রী মেডিক্যাল ক্যাম্প, ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, ফ্রী ডায়াবেটিস চেকআপ, ফ্রী ব্লাড প্রেশার চেকআপ, করা হয়েছে। মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ইং, সকাল ৯টা থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মোঃ আজহারুল ইসলাম অনিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, শ্রীমঙ্গল মৎস্যজীবী লীগ সভাপতি মোঃ আশিকুর রহমান, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী, সিনিয়র সহ-সভাপতি, দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জুনাইদ আহমদ, বিশিষ্ট সমাজসেবক আবু সুলতান মুহাম্মদ ইদ্রিস লেদু, শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন-সহ প্রমুখ। উক্ত মেডিকেল ক্যাম্পে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন, ডাক্তার মোঃ নাজেম আল কোরেশী রাফাত, ডাক্তার মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের ডাক্তারা ফ্রী চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন করেন।
শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের সামাজিক বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় সনদ প্রদান করা হয়।
তিনি আরও বলেন, আজ মেডিকেল ক্যাম্পে ৪৬০জন রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৬০ জন ছানি রোগী ছিলেন। আগামীকাল সম্পূর্ণ বিনামূল্যে এসব রোগীদের অপারেশন করা হবে।
এ দিকে সংগঠনের সভাপতি মোঃ আজহারুল ইসলাম অনিক বলেন, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবা মূলক কাজে বিশেষ অবদান রাখায়, বন্ধু মহল ডোনার সোসাইটি, ব্লাডম্যান শ্রীমঙ্গল, খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল, দেশবন্ধু রক্তদান সোসাইটি বাংলাদেশ ও ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন সংগঠন কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
তিনি আরও বলেন, সংগঠন এর পক্ষ থেকে অসহায় হতদরিদ্র পরিবারকে শীত বস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ, ঈদ খাদ্য সামগ্রী বিতরণ, পথশিশুদের খাবার বিতরণ, লাইভ এর মাধ্যমে অসহায় রোগীদের ফান কালেক্ট করে দেওয়া এবং অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারছেনা সেসব অসুস্থ রোগীদের আর্থিক চিকিৎসা সহায়তা করা, ও শ্রীমঙ্গলের বিভিন্ন ইউনিয়নে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়-সহ আরো অনেক সামাজিক কাজে সংঠন এগিয়ে আসে বলে জানান তিনি।